Saturday 9 February 2013

আপনার ব্লগ এর পোষ্ট গুগল সার্চ ইঞ্জীন এ দেখাচ্ছে না? চিন্তার কোন কারন নেই এখনই ঠিক করে ফেলুন।


আপনি প্রথমে গুগোল webmaster টুল এ যান। কিভাবে যাবেন তা জানা না থাকলে এই লিংক এ ক্লিক করুন। https://www.google.com/webmasters/tools. আপনি নিম্নরূপ একটি interface দেখতে পারবেন: (যদি আপনার ওয়েবসাইটটি এখানে এড করা না থাকে তাহলে Add a Site এ ক্লিক করে এড করে নিন।

তারপর আপনার ওয়েবসাইটটিতে ক্লিক করুন। তারপর নিম্নরুপ একটি interface দেখতে পারবেন।

এই পেইজ এ আপনি Health নামে একটি ওপসান দেখতে পাবেন ( আমি সবুজ রং এর এরো দিয়ে চিন্থিত করেছি) এখন এই Health এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি অপসান আসবে যেটার নাম Fetch as Google.  (আমি একটাকে কমলা রং এর এরো দিয়ে চিন্হিত করেছি)

এখন এই Fetch as Google এ ক্লিক করুন। এখন একটি ওপসান খুলবে এই খানে আপনি আপনার ওয়েবসাইটের যেই পোস্ট টি পাবলিস হয়নি সেই পেইজটির URL এর যতটুকু অংশ পয়োজন ততটুকু দিয়ে Fetch এ ক্লিক করুন।

তারপর নিম্নরুপ interface আসবে। এখানে আপনার URL টির পাসে দেখবেন Submit to Index নামে একটি বাটান পাবেন।
এটাতে ক্লিক করুন। তারপর নিম্নরুপ interface আসবে।

তারপর Ok তে ক্লিক করুন।
আপনার কাজ সমাপ্ত। পরবতী ২৪ ঘন্টার  মধ্যে আপনি আপনার পোষ্টটি গুগোল সার্চ রেজাল্ট এ দেখতে পাবেন।

No comments:

Post a Comment