Thursday, 7 February 2013

ব্লগ এর পোষ্ট টইটেল থেকে ব্লগ এর নাম বাদ দেয়ার কথা ভাবছেন, দেখেনিন কিভাবে বাদ দিবেন।



আসসালামুয়ালাইকুম। আমরা যখন ব্লগষ্পট এ কোন ব্লগ তৈরি করি আর এতে কোন পোষ্ট দেই তখর গুগোল এ গিয়ে সারচ দিলে ব্লগ পোষ্ট এর টাইটেল এর আগে ব্লগ এর নাম টা দেখা যায়। এটা আপনার পোষ্ট টার রেংকিং এর জন্য মারাত্বক ক্ষতিকর। তাই এই সমস্যার সমাধান আপনাদের কাছে তুলে ধরলাম।
আপনি আপনার ব্লগার এর এডিট/এইচ টি এম এল অপসান এ যান তারপর “Ctrl” আর “F” কি চাপ দিন তাহলে একটি সারচ অপসান খুলবে। এই সারচ আপসনে <title><data:blog.pageTitle/></title> এই লিখাটা দিন। তাহলে এই লিখাটা দেখবেন ব্লগ এর এইচ টি এম এল এ সিলেক্ট হয়েছে নিম্নরুপ:

এখন এই সবুজ চিন্হিত লেখাটি রিপ্লেস করুন নিম্নের লিখা দিয়ে:
<b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>
আপনার কাজ সমাপ্ত। এখন আপেক্ষা করুন গুগল এ আপনার সাইটটি ক্রলিং এর জন্য।


No comments:

Post a Comment