Friday 11 January 2013

মজিলা ফায়ারফক্স এর থেকে জেনে নিন আপনার সকল Save করা Password


###########পরম করুনাময় সৃষ্টিকর্তার এর নামে শুরু করলাম############
নমস্কার /আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। আমরা অনেক সময় Internet এ কাজ করার সময় Password Save করে রাখি । কিন্তু তা আমরা মাঝে মাঝে ভুলে যাই , মানে সব password মনে থাকে না।
তাই আজ আপনাদের বলব কিভাবে Mozila সেভ করা password দেখা যায়। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
১। প্রথমে আপনার Mozila Firefox এর Tools এ ক্লিক করুন
২। তারপর Option এ ক্লিক করুন /
৩। তারপর Security ট্যাব এ ক্লিক করুন ।
৪। তারপর Save Password এ ক্লিক করুন ।
৫। তারপর Show Password এ ক্লিক করুন ।
৬। যদি Are you sure you wish to show your passwords? এই লেখা আসে তবে yes দিন ।
এখন দেখুন আপনার কাঙ্খিত সকল Save করা Password ।

No comments:

Post a Comment